সেনবাগে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ, নোয়াখালী: সেনবাগে ৮শ পিস ইয়াবা সহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার ২৬ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ জানতে পারে একটি বড় ধরনের ইয়াবার চালান সেনবাগে প্রবেশ করছে। এ খবর পেয়ে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এস আই সৌরজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী বক্সগন্জ পুলের দক্ষিণে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশী চালায়।

গ্রেপ্তার

এ সময় কুমিল্লার চৌদ্দগ্রামের ৪ ইয়াবা ব্যবসায়ী গাড়ী নিয়ে প্রবেশ করতেই পুলিশ চ্যালেন্জ করে এবং তল্লাশী চালিয়ে ৮ শত পিস ইয়াবা জব্দ করে ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতা হলেন,চৌদ্দগ্রামের কুটিজলা এলাকার মানিকের পুত্র সাইফুল ইসলাম বাবু (৩৫) একই এলাকার বাচ্চু মিয়ার পুত্র আ: আলিম (৩২) বেগমগন্জের আবুল বসরের পুত্র আনোয়ার হোসেন (৩০) একই এলাকার মো: হানিফের পুত্র সাহেদ (৩০)।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান গনমাধ্যমকে জানান, চৌদ্দগ্রামের বিশাল চক্রটি দীর্ঘদিন ধরে নোয়াখালীতে মাদক ব্যবসা পরিচালনা করছে। ৪ জনকে ৮ শ পিস ইয়াবা সহ গ্রেফতারের বিষয়টি তিনি সন্ধ্যায় নিশ্চিত করেছেন।

পিবিএ/ই/হক

আরও পড়ুন...