সুরভি উদ্যানের নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন

পিবিএ,রংপুর: রংপুর নগরীর কালেক্টরেট সুরভি উদ্যানের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণের দাবিতে মাননবন্ধন সমাবেশ করেছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। পরে তারা রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। রবিবার (২৬মে) দুপুরে কালেক্টরেট সুরভি উদ্যানের সামনে রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 সুরভি উদ্যানের নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট, সহ সমন্বয়ক অন্তর রহমান, মারুফ হাসান, আজাইফুল আমিন জিতু,

রংপুর মহানগর সাধারণ সম্পাদক সোহেল রানা সনি, রংপুর জেলা সাংগঠনিক সচিব আসিফ পারভেজ, মহানগর সাংগঠনিক সচিব সালমান আজমী সামী, জেলা সহ সভাপতি শাহীন মিয়া, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, তারিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সচিব শাফিউল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক জয় কুমার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বাবলু প্রমুখ।

এসময় বক্তারা, কালেক্টরেট সুরভি উদ্যানের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক নামকরণ এবং পার্কটিতে বঙ্গবন্ধু, শেখ রাসেল ও মুক্তিযুদ্ধকে ঘিরে ভাষ্কর্য, ইতিহাস সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণসহ শিশুদের মেধা, মনন বিকাশের জন্য আধুনিক সব রাইডস্ স্থাপনের দাবি জানান।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর যান পরিষদের নেতাকর্মীরা। সেখানে তারা জেলা প্রশাসক এনামুল হাবীরের সাথে দেখা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন সমাবেশে সংগঠনের রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা-কলেজ শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।

এদিকে স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক এনামুল হাবীব রংপুর কালেক্টরেট উদ্যানে শহীদ শেখ রাসেলের নামে একটি তথ্যবহুল কর্নার চালুর আশ্বাস দেন।

পিবিএ/এএস/আরআই

আরও পড়ুন...