লক্ষ্মীপুরে কবি নজরুল স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি

পিবিএ,লক্ষ্মীপুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬মে) বিকালে জেলা শহরের শামছুল হুদা ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে এ আয়োজন করে লক্ষ্মীপুর নজরুল একাডেমী। এসময় লক্ষ্মীপুরে কবি নজরুলের নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানানো হয়।

লক্ষ্মীপুরে কবি নজরুল স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি
লক্ষ্মীপুরে কবি নজরুল স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি

নজরুল একাডেমির সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে এবং কবি এস এম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তণ অধ্যাপক নাছির উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, জনতা ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা আবদুল কাদের ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক কার্তিক সেনগুপ্ত।

বক্তারা বলেন, ১৯২৬ সালের জুন মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লক্ষ্মীপুর সফরে এসেছিলেন। এটা লক্ষ্মীপুরবাসীর জন্য সৌভাগ্য। তবে চরম দুর্ভাগ্য হলো এ শহরে কবি নজরুলের কোনো স্মৃতিস্তম্ভ নেই। তাই লক্ষ্মীপুরে কবি নজরুলের নামে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান তারা।

পরে কবিপ্রেমী বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে কবি নজরুলের বিদেহী আত্মার মাগফেরাত ও পরকালে সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

পিবিএ/এ/আরআই

আরও পড়ুন...