পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যুবতীকে অনৈতিক কাজে বাধ্য করায় ভন্ড পীরকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউপির ভরতেরছড়া গ্রামের লক্ষীমোড় নামক স্থানে। আটক কথিত পীর তারা তালুকদার(৬৫)র দাবী যুবতী তার স্ত্রী। যুবতী মাহফুজা আক্তার সুমী (২৫)র দাবী তাকে জোর করে প্রায় ২০ দিন থেকে বিভিন্ন মুরিদের বাড়িতে নিয়ে অনৈতিক কাজে লিপ্তে বাধ্য করেছেন তারা তালুকদার।
এলাকাবাসী জানায় ট্ঙ্গাাইল জেলার ভুয়াপুর উপজেলার গবিন্দেশী গ্রামের মৃত মনা তালুকদারের ছেলে (৬৫) নিজেকে ভন্ড পীর হিসাবে জাহির করে সোনাহাট এলাকার বিভিন্ন শিষ্যের বাড়িতে আসতো। এরই ধারাবাহিকতায় সপ্তাহ খানেক আগে লক্ষ্মী মোড়ের জনৈক শিষ্যের বাড়িতে এক যুবতীকে নিয়ে আসে।
রবিবার (২৬মে) ব্যবসায়ী জহির উদ্দিনের বাড়িতে দাওয়াত পালনে আসে। এসময় সুমি জহির উদ্দিনের দু’পা জড়িয়ে ধরে পীরের কুকীর্তির কথা বলে তাকে বাচানোর আকুতি করে। জহির গ্রামবাসীদের বিষয়টি জানালে গ্রামবাসীরা তাদের আটক করে রাখে।
সুমি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ইউপির নবীনেওয়াত গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। তিনি জানায় তার মা মোছাঃ তারাভানু ওই পীরের মুরিদ। এরই সুত্রে পীর তারা তালুকদার তাদের বাড়িতে আসা যাওয়া করত। ২০/২২ দিন আগে তাকে পীরের নাতি জুরান আলীর সাথে বিয়ে দেয়ার কথা বলে নিয়ে আসে। সেখানে বিয়ে না দিয়ে মুরিদের বাড়িতে বাড়িতে রাত্রি যাপন সহ অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। কথিত ভন্ড পীর তারা তালুকদার জানায় সুমির সাথে তার মৌখিক বিয়ে হয়েছে।
তিনি আরও জানায় সে খাজা মঈন উদ্দিন চিশতী(রহঃ) এর চিশতীয়া তরিকার নিজামীযা খান্দানের অনুসারী এবং দেশব্যাপী তার তিন সহস্রধিক মুরিদান রয়েছে।ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। বড় ছেলে সৌদি প্রবাসী এবং ছোট ছেলে ড্রাইভার। এ ব্যাপারে বঙ্গসোনাহাট ইউপি চেয়ারম্যান ডাঃ শাহজাহান আলী মোল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পিবিএ/এম/বি.এইচ