পিবিএ,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়ীয়া-দীঘা গ্রামে ঈদে সন্তানদের নতুন জামাকাপড় কিনে দিতে না পেরে ও সাংসারিক অভাব অনাটনের দায় এড়াতে এক গর্ভধারিনী মা কন্যা শরিফা খাতুন (১১) শিশুপুত্র সোহান হোসেন (৪) কে কীটনাশক বিষ ট্যাবলেট খাওয়াইয়ে মৃত্যু নিশ্চিত করে মা হামিদা খাতুন (৩৫) নিজেও বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
শার্শার চালিতাবাড়ীয়া দীঘা গ্রামে রবিবার রাত আনুমানিক ১১টার সময় এই ঘটনা ঘটে। মৃত্যুর স্বীকার ৩ জন ঐ গ্রামের চা দোকানী ইব্রাহীমের স্ত্রী, কন্যা ও শিশু পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হত দরিদ্রতার কারণে সংসারে নুন আনতে পান্তা ফুরায়। অভাব অনটন লেগে থাকার পাশাপাশি গন্ডোগোল ঝামেলা লেগেই আছে সংসারে। আর কদিন পরেই আসছে পবিত্র ঈদ। ফলে আসন্ন ঈদে সন্তানদের নতুন জামা কাপড় কেনাকাটা সহ সাংসারিক অভাব অনাটনের নানা বিষয় নিয়ে রবিবার রাত আনুমানিক ১০টায় দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্ত্রী হামিদা খাতুন নিজের কন্যা শরিফা ও শিশু পুত্র সোহানকে বিষ ট্যাবলেট খাওয়াইয়ে মেরে ফেলে। এর পরপরই তাদের মৃত্যু নিশ্চিত করে সে নিজেও বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে সংসারের করুন যন্ত্রনা থেকে মুক্তি দিলেন।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগআঁচড়া পুলিশ কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) সুখদেব রায় পিবিএ’কে বলেন, রোববার রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”পারিবারিক কলহ আত্মহত্যা কারণ হিসেবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত হামিদা খাতুনের শাশুড়ি মরিয়ম শ্বশুর আরাফাত ও প্রতিবেশী সিদ্দিকে পুলিশ আটক করেছে।
পিবিএ/এনইউ/হক