‌‌‌‘জয় শ্রীরাম বলতে নির্দেশ দিয়ে তারা মারতে শুরু করে ’

ভারতের গুরুগ্রামে মসজিদে নামাজ শেষে বাসায় ফিরছিলেন মোহাম্মদ বারাকাত আলম নামের ২৫ বছর বয়সী এক যুবক
ছবি: এনডিটিভি

পিবিএ,ডেস্ক: ভারতের গুরুগ্রামে মসজিদে নামাজ শেষে বাসায় ফিরছিলেন মোহাম্মদ বারাকাত আলম নামের ২৫ বছর বয়সী এক যুবক। কিন্তু পথেই তিনি হামলার শিকার হয়েছেন। হিন্দুত্বাবাদী ভারতীয় জনতা পার্টি(বিজেপি) শাসিত হরিয়ানার পাশেই এই শহরটির অবস্থান।-খবর এনডিটিভি অনলাইনের

তার এই বক্তব্য দেয়ার একদিন পর গুরুগ্রামে এমন হামলার ঘটনা ঘটেছে। বারাকাত আলম বলেন, মাগরিবের নামাজ শেষে তিনি মসজিদ থেকে ফিরছিলেন। তখন চার-পাঁচজনের একটি দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

তিনি বলেন, তারা আমার মাথা থেকে টুপি ফেলেন দেন এবং আমাকে জয় শ্রীরাম বলতে নির্দেশ দেন।কিন্তু তিনি বলতে অস্বীকার করলে তারা তাকে মারধর করে বলে জানিয়েছেন গুরুগ্রামের ওই মুসলিম যুবক।

এনডিটিভিকে মোহাম্মদ বারাকাত আলম অরোও বলেন, তারা আমাকে জানান-আমার টুপি পরার অনুমতি নেই। কিন্তু আমি সেটা খুলতে অস্বীকার করলাম। তখন তারা আমার পেছন থেকে মাথায় আঘাত করলে সেটা নিচে পড়ে যায়। এরপ হামলাকারীরা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

‌‘এসময় আশপাশের লোকজনের কাছ থেকে আমি সাহায্য চাইলাম। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসলেন না। তারা আমাকে জয় শ্রী রাম বলতে বলেন। আমি বললাম, কেন আমি বলবো? তখন তারা আমাকে মারধর শুরু করেন এবং আমার পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলেন।’এরপর হামলকারীরা পালিয়ে যান। প্রথমে কয়েক পা হেঁটে গিয়ে মোটরসাইকেলে ওঠেন।

এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ জব্দ করেছে। তবে হামলাকারীদের কেউ শনাক্ত কিংবা গ্রেফতার হননি।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...