নড়াইলে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পিবিএ,নড়াইল: সমাজের অসহায় ও দুস্থ্য মানুষের কল্যাণে নড়াইলের লোহাগড়ায় একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করা হচ্ছে। এ উপলক্ষে রোববার (২৬ মে) বিকাল সাড়ে ৫ টায় খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া ‘শান্তি নিবাস’ নামে এই বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা গৃহহায়ন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আঃ হান্নান রুনু, উপজেলা নির্ববাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস প্রমুখ ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র একান্ত উদ্যোগ ও পরিকল্পনায় লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা মৌজায় পরিত্যক্ত সাবেক ডাক বাংলো এলাকায় এ বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে। প্রায় ২৪ শতাংশ জমির ওপর এ বৃদ্ধাশ্রম নির্মিত হবে। জেলা গৃহহায়ন ও গণপূর্ত বিভাগ প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বৃদ্ধাশ্রম নির্মিত হবে।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...