বিস্ফোরিত ককটেলটি শক্তিশালী ছিল: ডিএমপি কমিশনার

পিবিএ,ঢাকা: রবিবার রাতে মালিবাগ মোড়ে পুলিশ ভ্যানে বিস্ফোরিত ককটেলটি সাধারণ ককটেলের থেকে শক্তিশালী ছিল। এটি আগে থেকেই পরিত্যাক্ত পুলিশ ভ্যানে রাখাছিলো বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। সোমবার (২৭মে) সকাল ১১ টার দিকে আহত রিকশাচালক লাল মিয়াকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিস্ফোরিত ককটেলটি শক্তিশালী ছিল: ডিএমপি কমিশনার
গতকাল রাতে মালিবাগ মোড়ে ককটেল বিস্ফোরণে আহত রিকশা চালক লাল মিয়াকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে: ডিএমপি কমিশনার

এসময় লাল মিয়ার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি। তার চিকিতসার যাবতিয় ব্যাবস্থাও করা হচ্ছে। বিস্ফোরণে রিকশাচালক লাল মিয়ার মাথার স্কালব ভেঙে ব্রেইনে চাপ লেগেছে। গতরাতে তার মাথার অস্ত্রোপচার করা হয়েছে। এখন সবকিছু নরমাল আছে। তবে সে এখনও ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিস্ফোরণের পর কাউন্টার টেরোরিজম, ডিবি, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা, কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে বা এটি কি ধরণের বিস্ফোরক তা কাউন্টার টেররিজম এর বোম ডিসপোজাল ইউনিট খতিয়ে দেখছে।

এটি পুলিশকে টার্গেট করা হয়েছে নাকি অন্য কোন লক্ষে করা হয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলটি পুলিশ ভ্যানে পেছনে আগে থেকেই রাখা ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। জনমনে ভীতি, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করার জন্য কোন গোষ্ঠী এটি করতে পারে। জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা এই মুহূর্তে বলা যাবে না।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...