ট্রাকের ধাক্কায় অন্তসঃত্ত্বা নারী নিহত

পিবিএ,ঢাকা: রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামের ৮ মাসের এক অন্তসঃত্ত্বা নারী নিহত হয়েছে। দুই ছেলের জননী ছিলেন তিনি। সোমবার (২৭মে) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ টায় মৃত ঘোষণা করেন।

ট্রাকের ধাক্কায় অন্তসঃত্ত্বা নারী নিহত
সুমা আক্তার (৪০)

কেরানীগঞ্জ মজিদ বেয়ারা বাজার এলাকার কুয়েত প্রবাসি আসাদ মিয়ার স্ত্রী তিনি। দুই ছেলের জনক ও ৮ মাসের অন্তসঃত্ত্বা ছিলেন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ছোট ছেলে মোঃ সুস্ময় পিবিএকে জানান, কেরানীগঞ্জের বাসা থেকে সকালে টাকা তোলার জন্য শ্যামপুর ইসলামী ব্যাংকে আসে।

টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে বাসয় যাওয়ার জন্য পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে কেরানীগঞ্জ গামী একটি ট্রাক তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি সিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাকটি চলে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...