ফিল্মি কায়দায় পিস্তল ঠেকিয়ে ১৯ লক্ষ টাকা ছিনতায়

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে আঃ হাই সিদ্দিকী নামে এক ধান ব্যবসায়ীকে ফিল্মি কায়দায় পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ১৯ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল সাড়ে তিন টায় ইসলামী ব্যাংক বিরামপুর থেকে উল্লেখিত টাকা উত্তোলন করে নিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জস্থ দলারদরগাহ বাজারের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 ফিল্মি কায়দায় পিস্তল ঠেকিয়ে ১৯ লক্ষ টাকা ছিনতায়

ছিনতাইয়ের শিকার হাকিমপুর উপজেলার হরিনা-গুমড়া গ্রামের কাদের মন্ডলের পুত্র আঃ হাই সিদ্দিকী জানান, রবিবার বিকেলে ইসলামী ব্যাংক বিরামপুর শাখা হতে ১৯ লক্ষ ৪০ হাজার টাকা ও নতুন ১টি চেক বহি উত্তোলন করে নিয়ে আসি।

বড় ভাই শাহ আলম বাবুকে সঙ্গে করে মোটর সাইকেল যোগে বাড়ীতে ফেরার পথে অপর একটি মোটর সাইকেলে ৩ জন ছিনতাইকারী পিছন দিক থেকে আমাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে রাস্তার বাম পার্শ্বে ১টি গাছের সঙ্গে আটকে যায়। ছিনতাইকারীরা আমাদের দুই ভাইকে পিস্তল ও ছোরা ঠেকিয়ে ভয় দেখিয়ে চটের ব্যাগসহ টাকা গুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারসহ পুলিশের ১টি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ছিনতাইয়ের সংঙ্গে জড়িতদের ব্যপারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে বলে জানান ওসি সুব্রত কুমার সরকার।

উল্লেখ্য, এমন ছিনতাই-ডাকাতির ঘটনা দিনাজপুর-গোবিন্দগঞ্জের এ মহাসড়কের নবাবগঞ্জস্থ চরারহাট থেকে মতিহারা হয়ে ভাদুরিয়া বাজার পর্যন্ত বেড়েই চলেছে।

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...