৮৫ হাজার মুসল্লির জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে

পিবিএ, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রবিবার বিকালে নগর ভবনে ঈদ জামাতের প্রস্ততি সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি স্বাভাবিক পরিবেশের ব্যাঘাত ঘটে তাহলে ওই জামাত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, এবার জাতীয় ঈদগাহে প্রায় ৮৫ হাজার মুসল্লির নামাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছয় হাজার মহিলা মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

৪ জুন শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। আর সে অনুযায়ী পরেরদিন ৫ জুন পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে ঈদের দিন পিছিয়ে যাবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...