ক্রিকেট লিজেন্ট মাহেলা জয়াবর্ধনের ৪২তম জন্মদিন আজ

পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ৪২তম জন্মদিন আজ। ১৯৭৭ সালের (২৭শে মে) জন্মেছিলেন দেনাগামাগে প্রবথ মাহেলা ডি সিলভা জয়াবর্ধেনে।
তার অবদান নামের মতই লম্বা লিস্ট। ২০ বছর বয়সী জয়াবর্ধেনে ৬ই আগস্ট,১৯৯৭ রানাতুংগা যখন রান আউট হলেন তখন শ্রীলংকার রান ৭৯০/৪! প্রথমবারের মতো ক্রিজে আসলেন। ততক্ষণে ভারতের সিধু,শচীন,আজহারউদ্দীন শতক হাকিয়ে অনেক অর্জন করেছেন। আক্ষেপও কম না। টেস্টে ২৬ রানের জন্যে করতে পারেননি এক ইনিংসে ৪০০!, ওয়ানডে বিশ্বকাপে দুই দুই বার ফাইনালে উঠেও ছুয়ে দেখা হয়নি বিশ্বকাপ ট্রফি। দুটি ফাইনালে ছিল তার অনবদ্য সেঞ্চুরি।
মাত্র ৮ বছর(২০০৬-২০১৪) টি টুয়েন্টি খেলে চ্যাম্পিয়ন(২০১৪) আর দুইবার রানার আপ(২০০৯,২০১২) হয়েছেন। মাহেলার ৫৫ ম্যাচের টি টুয়েন্টি ক্যারিয়ারে ১টি শতক(১০০) ও ৯টি অর্ধশতকে আছে ১৪৯৩ রান। ২০১৫ বিশ্বকাপ এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার পর সবধরণের ক্রিকেট থেকে অবসর নেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। সাঙ্গাকারা, জয়সুরিয়া, মুরালিদের নিয়ে শ্রীলংকা ক্রিকেট কে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছেন এই জীবন্ত কিংবদন্তি। মাহেলা, সাঙ্গাকারা, জয়সুরিয়া, মুরালিদের অবসরের পর শ্রীলঙ্কা দল অনেকটাই ভেঙ্গে পড়ে।
পিবিএ/এম এস

 

আরও পড়ুন...