শায়েস্তাগঞ্জে পানি নিষ্কাশন খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

পিবিএ, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামবাসী পানি বন্দি থেকে মুক্তি ও পানি নিষ্কাশনের খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।সোমবার (২৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাছিরগঞ্জ বাজারে চানপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানবন্ধন করা হয়।

পাঁচগ্রাম নেতা এম মালেকের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন,শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তানবির আহমেদ জুয়েল, হাজী সিরাজুল ইসলাম ধন মিয়া, দেলোয়ার হোসেন ময়না, ওয়াহিদুর রহমান দুদু, হাজী আব্দুল কাদির আজমান, আব্দুল গফুর ছোট মিয়া, জিতু শাহজাহান মিয়া জিতু মেম্বার, সোহেল রানা, আলী নেওয়াজ, আব্দুল সোবহান, আবিদুর রহমান পাবেল, মোবারক হোসেন, জলফু মিয়া তালুকদার, আবুল কালাম মেম্বার, শাহীন আহমেদ, নাছির হোসেন, আলমগীর হোসেন, গাজিউর রহমান প্রমুখ।
এসময় গ্রামবাসী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ মানববন্ধন ও প্রতিবাদসভা করে অংশগ্রহণ করে।
প্রতিবাদ সভায় বক্তরা উল্লেখ করেন, বাছিরগঞ্জ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী পানি নিষ্কাশনের খালটি ভরাট করে দোকান ঘর বানিয়েছেন। ফলে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় পানি চাঁনপুর গ্রামের প্রবেশ করে রাস্তা-ঘাট তলিয়ে যায়। এতে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধান না করে দিলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আরো বৃহৎ আন্দোলনে যাবে গ্রামবাসী।

পিবিএ/এনআই/হক

আরও পড়ুন...