পিবিএ,সাভার,ঢাকা: সাভারের আশুলিয়া মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ বাবাসহ পাঁচ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার (২৭ মে) দুপুরে আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত জাবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সৎ বাবা তাইজুল ইসলামের (৪০) বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার পশ্চিম খামার দশলেী গ্রামের । এছাড়া রংপুর জেলার কাউনিয়া থানার গদাই গ্রামের মামুন ইসলাম, বরিশাল জেলার কোতায়ালীর থানর হিজলা গ্রামের নুরে আলম,গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের হাবিব, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মো. সজিব হাওলাদার।
পুলিশ জানায়, রোববার (২৬ মে) গভীর রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গত ২৫ মে (শনিবার) দুপুরে খালার অসুস্থতার কথা শুনে কাঠগড়ার নিজ বাসা থেকে জিরাবো এলাকায় যান ঐ মেয়ে। ফেরার পথে সৎ পিতা তাইজুল ইসলাম ও খালার বাসার কেয়ার টেকার সজিব তাকে কৌশলে সিএনজিতে তুলে দেন। পরে ইয়ারপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সৎ বাবা তাইজুলের পরিচিত মামুন ইসলাম, নূর আলম, হাবিবসহ পাঁচ জন ওই মেয়েকে ধর্ষণ করে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ পিবিএ’কে জানান, ওই মেয়েকে ধর্ষণের ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে সৎ বাবাসহ চার বখাটেকে আটক করা হয়েছে । এ ঘটনায় ধর্ষিতাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।
পিবিএ/হক