রাজবাড়ীতে হজযাত্রী প্রশিক্ষণ

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু সম্মনিত হজযাত্রীগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রাজবাড়ী পৌর সভা মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন,রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আলমগীর হুসাইন,বিশেষ অতিথি পৌর সভার মেয়র মহম্মদ আলী চেীধুরী,এনডিসি মোঃ রফিকুল ইসলাম,সদর হাসপাতালের সহকারী সার্জন ডাঃ সরোয়ার জাহান মোঃ জোহেব,ভান্ডরিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক্ষ মাওলানা মোস্তফা সিরাজুল কবীর,ভাজনচালা জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা আব্দুল হামিদ,হাব প্রতিনিধি মাওলানা ইলিয়াস মোল্লা,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা মোঃ আব্দুল্লাহ সহ প্রমুখ।
এসময় বক্তরা বলেন,হজের নিয়ম-কানুন সর্ম্পকে অনেকেই বিভ্রান্তির শিকার হয়।সে কারণে হজের আগে হজের বিধি-বিধান সর্ম্পকে ভালো ভাবে জানতে হবে।যদি একজন লোক হজের বিষয় ভালো ভাবে জানে তাহলে তার আর হজে গিয়ে কোন সমস্যায় পড়তে হবে না।

পিবিএ/সিএস/হক

আরও পড়ুন...