ইউপি চেয়ারম্যানের ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

পিবিএ,মাগুরা: মাগুরা সদরের গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান রাজিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে গোপলগ্রাম ইউনিয়নের বাহারবাগ স্কুল মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব। কিন্তু চেয়ারম্যানকে টাকা দিয়েও ঘর পায়নি এলাকার অধিকাংশ দরিদ্র মানুষ। নতুন করে অন্য মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে তিনি তাদের নামে ঘর বরাদ্দ করিয়েছেন।
এছাড়া স্কুলে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে চেয়ারম্যান। তারা এ দুর্নীতিবাজ চেয়ারম্যানের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে গোপালগ্রাম ইউনিয়নের দুই শতাধিক গ্রামবাসী অংশ নেয়।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...