ছেলের অপরাধে থানায় ধরে নিয়ে যাওয়ায় বাবার আত্মহত্যা

পিবিএ ডেস্ক: ছেলে হত্যা মামলার পলাতক আসামি। জিজ্ঞাসাবাদের জন্য বাবাকে থানায় তলব করল পুলিশ। আর জিজ্ঞাসাবাদ শেষে অপমান বোধ করায় ওই থানারই ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলেন ছেলের বাবা। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের দিল্লির একটি এলাকার ঘটনা এটি।

নিহত ৫৮ বছর বয়সী বলরাজের ছেলে রাহুল (২২) একটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলার ফেরারি আসামি।

তবে নিহতের পরিবারের দাবি, ছেলেকে না পেয়ে বলরাজকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। মারধর করেছে এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বাওয়ানা থানার পুলিশ।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাওয়ানা পুলিশ স্টেশনে বলরাজের ডাক পড়ে।

ছেলে রাহুলের খোঁজ-খবর জানতেই বলরাজকে থানায় ডাকা হয় বলে জানান দিল্লি পুলিশের উপকমিশনার গৌরব শর্মা।

বলরাজকে তাঁর জামাতা ও আরো কয়েকজনের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করা হয় বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, আধঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বলরাজকে ছেড়ে দেওয়া হয়। এরপরই থানার ব্যালকনি থেকে লাফ দেন তিনি।

এ ঘটনায় কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানান উপকমিশনার শর্মা।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে (বিচারিক হাকিম) বিষয়টি জানানো হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...