উত্তর প্রদেশে ফের মদ খেয়ে মৃত ৮

পিবিএ ডেস্ক: উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামনগর অঞ্চলে বিষাক্ত মদ খেয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ৪ জনের একই পরিবারের সদস্য| এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

প্রধান সচিবকে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন রানিগঞ্জ ও আশেপাশের কয়েকটি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। তাঁদের রামনগর স্বাস্থ্য়কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই ৭ জনের মৃত্য়ু হয়। আগে আরও একজন মারা যান। এখনও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। ২ জনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসেও বিষাক্ত মদ খেয়ে ২৬ জন মারা যায়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...