ঈদ উপহার নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে আলোকিত মানুষ


পিবিএ,শেকৃবি: ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা ও প্রায় ১০০ টি দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’।
মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ চত্বরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর কথা শুনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বস্তি থেকে বিভিন্ন দরিদ্র পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুরা ক্যাম্পাসে আসতে থাকে। ঈদ সামগ্রী পেয়ে পরিবারগুলো দারুণ খুশি। নতুন জামা পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে আত্মহারা। ঈদ উপহার দিতে পেরে মহাখুশি স্বেচ্ছাসেবীরাও।

এসময় সংগঠনটির মডারেটর সহযোগী অধ্যাপক ডা. কে বি এম সাইফুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক উদয় কুমার মহন্ত, ডেভেলপমেন্ট এন্ড প্রোভার্টি স্টাডিজ বিভাগের প্রভাষক মো. হায়দার খান সুজন, মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. দেলোয়ার হোসেন, প্রভাষক ডা. শাহ ইবনে করিম এবং সংগঠনটির বিভিন্ন স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

অনুভূতি ব্যাক্ত করে সংগঠনটির স্বেচ্ছাসেবী মায়িশা মালিহা কণা বলেন, দরিদ্রতার কাছে হেরে যাওয়া কিছু মানুষ, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও দরিদ্রতার কারণে পরিবারের সবাইকে নতুন জামা কাপড় কিনে দিতে পারে না। এই অসহায় মানুষগুলো যেন নতুন জামা কাপড় পড়ে ঈদ উদযাপন করতে পারে, তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।নতুন জামা কাপড় পেয়ে ছোট ছোট বাচ্চাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি তাতে মনে হয়েছে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মনজুর মোর্শেদ বলেন, বাচ্চাদের কাছে ঈদের প্রধান আকর্ষণ থাকে নতুন জামা, কিন্তু আমাদের সমাজে এমন কিছু পরিবার থাকে যাদের সেই সামর্থ্য থাকে না। তাই ঈদে ‘আলোকিত মানুষ’ এর সদস্যরা এমন কিছু পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহারের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে আমাদের সবার পাশে দাড়ানো উচিত।

পিবিএ/এমএস/এমএসএম

আরও পড়ুন...