ভারতে ভেজাল মদ পানে এক পরিবারের চার জনসহ ১০ জনের মৃত্যু

পিবিএ ডেক্স: ভারতের উত্তর প্রদেশে সোমবার (২৭ মে) রাতে রাজ্যের বারাবংকি জেলার রামনগরে ভেজাল মদ পানে এক পরিবারের চার জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আতিদ্যনাথ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দ্রুত তাদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রাণীগঞ্জ ও এর আশপাশের গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই মদের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। দোষীদের ধরতে মাঠে নেমেছে পুলিশের তিনটি টিম।

এ ঘটনায় ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জেলা শুল্ক কর্মকর্তা, এক পরিদর্শক, তিন হেড কনস্টেবল ও পাঁচ পুলিশ সদস্য।

পিবিএ/এমএস

আরও পড়ুন...