হঠাৎ করেই চলনবিলে পানি চলে আসে। এক তো ধানের দাম কম। তার ওপর আবার পানিতে পড়েছে অনেক ধান। নৌকায় করে ধান বাড়িতে নিয়ে যাওয়ার পথে বিলের মাঝখানে আটকে যায় নৌকা। তাই নৌকা থেকে ধান নামিয়ে আবার নৌকা ভাসাতে কয়েকজনের চেষ্টা। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল বিলশা মাঠ থেকে তোলা। বুধবার, ২৯ মে। ছবি : পিবিএ / নাজমুল হাসান নাহিদ