গোপালগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রে চলতি মাসে ঔষুধ বরাদ্দ দেয়া হয় নাই

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের লতীফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চলতি মে মাসে ঔষুধ বরাদ্দ দেয়া হয় নাই। সংগত কারণে ঐ ইউনিয়নের জনগনের স্বাস্থ্য সেবা প্রদান চলছে নাম মাত্র। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থেকে ঔষুধ না দেয়ায় এলাকার রোগীরা দারুন ভোগান্তির শিকার হচ্ছেন।


এসএসিএমও সন্ধ্যা হালদার বুধবার সকালে পিবিএ’কে জানিয়েছেন প্রতিদিন রোগীরা আসছে কিন্তু পর্যাপ্ত ঔষুধ দেয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ না পেলে ঔষুধ দেয়া সম্ভব না। চলতি মে মাসে মাত্র ৩০ টি কট্রিম সিরাপ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত এপ্রিল মাসে অন্যান্য ঔষুধের সাথে ১০০ পিচ প্যান্টাপ্রাজল দিয়েছিল। এই পরিমান ঔষুধ চাহিদার তুলনায় অপ্রতুল।
এফডব্লিউভি ভারতী রানী বিশ্বাস জানিয়েছেন, আমাদের এখানে সকলের বসার কোন ব্যবস্থা নাই। মাত্র একটি কক্ষে একটি ফ্যান চলে। পর্যাপ্ত আসবাবপত্রও নাই। একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চালাতে যা প্রয়োজন তার কোন কিছুই দেয়া হয় না লতীফপুরে বলেও তিনি জানিয়েছেন।

পিবিএ /এমকে/হক

আরও পড়ুন...