সিরিয়ার হামাপ্রদেশে আইএসের সুড়ঙ্গপথের সন্ধান

সিরিয়ার হামাপ্রদেশে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএসের ব্যবহার করা দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী।

পিবিএ,ডেস্ক:যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার হামাপ্রদেশে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএসের ব্যবহার করা দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। হামাপ্রদেশে সেনারা পরিচ্ছন্ন অভিযান চালাতে গিয়ে এ সুড়ঙ্গপথের সন্ধান পান। খবর সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার।

সেনাসদস্যরা কাদাত আল-মাদিক শহরে অভিযান পরিচালনার সময় ২০ মিটার গভীর ও ৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গপথটির সন্ধান পান। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকানো ছিল।

এ সুড়ঙ্গপথের সঙ্গে যুক্ত রয়েছে একটি কারাগার, যাতে বেশ কয়েকটি কক্ষও রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব কক্ষে উগ্র সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে ধরে নির্যাতন ও হত্যা করত। এ ছাড়া এই সুড়ঙ্গপথের মধ্যে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীদের কমান্ড সেন্টারও রয়েছে।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...