চুয়াডাঙ্গায় অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে আটক ১

 

পিবিএ, চুয়াডাঙ্গা: ঢাকা হতে বিভিন্ন পরিবহন যোগে সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাকারবারী অভিনব কায়দায় স্বর্ণ পাচার হচ্ছে । এমন তথ্যর ভিত্তিতে বধুবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-মেহেরপুরগামী শ্যামলী পরিবহনে অবিযান চালায় বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি”র পরিচালক লে.কর্নেল মোঃ ইমাম হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল মেহেরপুর শহর উপকন্ঠে মেহেরপুর-গাংনী রোডে অবদারমোড় নামক স্থান এর সন্নিকটে অবস্থান করে। শ্যামলী পরিবহনের নির্দিষ্ট বাসটি এ্যাম্বুশ সাইটে পৌছালে বাসে তল্লাশী চালিয়ে স্বর্ণ চোরাচালানী মোঃ শহিদুল ইসলাম (৪০) নামক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে বিস্তারিত তল্লাশী করলে তার মলদ্বার হতে ৬ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি । উদ্ধারকৃত ৬ টি স্বর্ণের বার এর ওজন প্রায় ৭০০ গ্রাম (৬০ ভরি), যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায়ত্রিশ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। আটককৃত স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয় বলে বিজিবি জানিয়েছে। আটককৃত আসামী মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা-মৃত জোয়াদ আলী মন্ডল, গ্রাম-কুতুবপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করে হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পিবিএ/টিটি/হক

 

আরও পড়ুন...