বাবার জন্য দুই মেয়ের কান্না চেপে রাখার উপায় খুঁজে পাচ্ছেনা অসহায় মা

পিবিএ ডেস্ক : চলতি বছর ১০ জানুয়ারি টাঙ্গাইল জেলার গড়াই থানার কমপিষ্ট টেক্সটাইল কোয়ালিটি কন্ট্রোলার মাহমুদ হাসান সরকার (৪০) কর্মরত অবস্থায় নিখোজ হয়েছেন।

গতকাল বুধবার এ ব্যাপারে বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনও করেন তার স্ত্রী শরিফা। স্বামীকে ফিরে পেতে সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে শরিফা অভিযোগ করে জানান, স্বামীর ছবি নিয়ে কমপিষ্ট টেক্সটাইলে গিয়েছিলেন তিনি। কিন্তু দারোয়ান ছবি দেখে জানান মাহমুদ সেখানে আর কাজ করেন না। মিলের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলতে চান শরিফা। কিন্তু তাকে সে পর্যন্ত যেতে দেওয়া হয়নি।

টানা নয়দিন বিভিন্ন জায়গায় স্বামীকে খোঁজ করে ১৯ জানুয়ারি বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শরিফা আকতার। তার অভিযোগ, পুলিশ তাদের কোনো সহযোগিতা করেনি। স্বামী না থাকায় পরিবারের খরচ চালাতে পারছেন না। তাই বর্তমানে বগুড়া সদরের নিশিন্দারা ইউপির চাঁদপুর (কুমার গাড়ীপাড়া) গ্রামে বাবার বাড়িতেই বসবাস করছেন দুই মেয়ে নিয়ে।

তিনি জানান, প্রতিদিনই বাবার জন্য মেয়ে দুটো কান্না করছে। তাদেরএ কান্না চেপে রাখার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তিনি। অসহায় হয়ে পড়েছেন।

নিখোঁজ মাহমুদ হাসান সরকারের বাবার নাম আব্দুস সামাদ সরকার। তারা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রহলা গ্রামের বাসিন্দা। সেখানে এখন শুধু শরিফার শ্বাশুড়ি মাহফুজা বেগম ছাড়া আর কেউ বসবাস করছেন না। স্বামীকে ফিরে পেতে প্রসাশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চান মাহমুদ হাসানে স্ত্রী শরিফা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, থানার অভিযোগ তদন্ত করা হচ্ছে। শীঘ্রই একটা ফলাফল পাওয়া যাবে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...