ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংবাদ সম্মেলন

পিবিএ, চুয়াডাঙ্গা: ঈদুল ফিতরে নিরাপত্তা ব্যবস্থ্য জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্য্যলয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঈদে জেলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। রেলষ্টেশন, মার্কেট, বাসটার্মিনাল, ঈদগাসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঈদে ঘর মুখো মানুষরা যেন হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ রাখা হচ্ছে। যারা ঈদে নিজ জেলায় ও স্বাজনদের সাথে ঈদ করার জন্য বাইরে যাবেন তাদের বাসা-বাড়িতে চুরি ডাকাতি রোধে পুলিশ কাজ করবে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, সহকারী পুলিশ সুপার আবু রাসেল ও সকল থানার ওসিরা। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পিবিএ/টিটি/হক

আরও পড়ুন...