মাশরাফিসহ ১০ অধিনায়কের রানীর সঙ্গে সাক্ষাৎ

রানীর সঙ্গে সাক্ষাৎ করলেন মাশরাফিরাপিবিএ,ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেলো একদিন আগেই। বুধবার সেন্ট্রাল লন্ডনের দ্য মলে অনুষ্ঠিত হলো জমকালো ওপেনিং পার্টি। নাচ, গান, আতশবাজী, ক্রীড়া অনুষ্ঠান- অনেক কিছু দিয়েই সাজানো ছিল এবারের বিশ্বকাপের ওপেনিং পার্টি।

এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা।

বাকিংহাম প্যালেসে যাওয়ার পর মাশরাফিদের অভ্যর্থনা জানান রানী দ্বিতীয় এলিজাবেথ। এ সময় রাজ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে। অধিনায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিন্স হ্যারিও ।এরপর সবাইকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন রানী এলিজাবেথ।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...