পিবিএ,ডেস্ক: গত চার বছরের অপেক্ষার প্রহর শেষ। এবার বল মাঠে গড়ানোর পালা। বৃহসপতিবার বেলা সাড়ে ৩টায় এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে দ্বাদশ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটের সেরা দল ইংল্যান্ড। আইসিসির র্যাংকিংয়েও তারা আছে সবার উপরে। এদিকে র্যাংকিংয়ের তিনে থেকে এবারের বিশ্বকাপ শুরু করতে চলেছে প্রোটিয়ারা। তবে এই ফরম্যাটের অতীত সকল পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় মুখোমুখি দেখায় স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকাই।
এক নজরে এবার এই দুই জায়ান্টের মুখোমুখি দেখায় পরিসংখ্যানগুলো জেনে নেই:
১. ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে থ্রি-লায়ন্সরা ২৬টি ম্যাচেও জয়লাভ করলেও প্রোটিয়াদের জয় ২৯ ম্যাচে। বাকি ৪ ম্যাচের ১টি টাই আর অন্য ৩টি পরিত্যক্ত।
২. শেষ ৫ দেখায়ও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের দুটি জয়ের বিপরীতে তাদের জয় তিনটিতে।
৩. বিশ্বকাপে মুখোমুখি দেখায় অবশ্য কেউ কারো থেকে পিছিয়ে নয়। ১৯৯২ বিশ্বকাপে প্রথম দেখা হয় এ দুই দলের। ওই বিশ্বকাপে মোট দুইবার একে অপরের মুখোমুখি হলে, শেষ হাসিটা সবসময় ছিল ইংল্যান্ডের মুখে। তবুও বিশ্বকাপের মোট ৬ দেখায় দুই দলের সমতা এখন ৩-৩ এ!
৪. একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৫৪ রান। অন্যদিকে, প্রোটিয়াদের বিপক্ষে থ্রি-লায়ন্সের দলীয় সর্বোচ্চ রান ৩৯৯!
পিবিএ/এইচটি