ব্যক্তি মালিকানাধীন জায়গায় সরকারি স্থাপনা নির্মাণের অভিযোগ

পিবিএ, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দিয়ারা ২৬/১১ নং পশ্চিম চরভদ্রাসন মৌজার দিয়ারা ১৬৭ নং খতিয়ানের ৩১৭৫ ও ৩১৭৬ নং দাগের ব্যাক্তি মালিকানা সম্পত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অবৈধভাবে শেডঘর নির্মাণ কাজ শুরু করেছে বলে দাবী জমির প্রকৃত মালিকদের।

ওই জমির পৈত্রিক সুত্রে মালিকদের পক্ষে রফিকুল ইসলাম মৃধা দাবী করেন, ৩১৭৫ নং দাগে ২৮ শতাংশ এবং ৩১৭৬ নং দাগে এক একর ০৫ শতাংশ জমির পৈত্রিক সুত্রে তিনি (রফিকুল ইসলাম) সহ তার তিনভাই, এক বোন ও মাতাসহ চাচাতো তিনভাই ও তিন বোন এবং দুই চাচী দাবীদার।
তিনি জানান, ওই জমি তার (রফিকুল ইসলাম) পুর্ব পুরুষদের নামে এসএ ও দিয়ারা (হাল) রেকর্ডভুক্ত থাকায় যুগ যুগ ধরে ভোগ দখল করছেন। কিন্তু গত ১৯ মে থেকে আকষ্মিকভাবে ৩১৭৫ নং দাগের দক্ষিণ পশ্চিম পাশে খালি জায়গায় স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অবৈধভাবে শেডঘর নির্মাণ কাজ শুরু করে।
তিনি জানান, এ ঘটনায় দাবীদারদের পক্ষে তিনি (রফিকুল ইসলাম মৃধা) বাদী হয়ে গত ২৩ মে যুগ্ম জেলা জজ আদালত, দ্বিতীয় আদালতে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভুমি), উপজেলা প্রকৌশলী ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিবাদী করে মামলা দায়ের করেছেন।

আরেক দাবীদার মো. শাহজাহান মৃধা দাবী করেন, আমাদের অনুপস্থিতিতে এবং কোন ধরনের নোটিশ না দিয়ে বা কোনভাবে অবগত না করে গোপনে আমাদের ব্যক্তি মালিকানাধীন জমিতে সরকারীভাবে প্রকল্প দিয়ে তড়িঘড়িভাবে অনিয়মতান্ত্রিকভাবে শেডঘর নির্মান কাজ করা হচ্ছে।

ওই জমির পৈত্রিকসুত্রে দাবীদারেরা তাদের ব্যাক্তি মালিকানাধীন জমিতে নির্মাণকাজ বন্ধের দাবী জানান।

চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা পিবিএ’কে বলেন, এ বিষয়ে আমার জানা নেই, যে ডিপার্টমেন্ট স্থাপনা করছেন তারাই ভাল বলতে পারবেন কিসের বলে তারা স্থাপনা করছেন ওই জায়গায়।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন পিবিএ’কে বলেন, মৌলভীর চর বাজার পেরিফেরির আওতাভুক্ত হওয়ায়, আমার ওই জায়গায় স্থাপনার জন্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, পেরিফেরির অন্তর্ভুক্ত বাজারে যে কোন জায়গায় স্থাপনা করতে কারো কাছে শোনার বাধ্যবাধকতা নেই। স্থাপনার টেন্ডারের আগে একাধিকবার অফিসের লোকজন সেখানে গেছেন এবং জায়গা মাপজোক করা হয়েছে, সে সময় জমির মালিকানা দাবীদারেরা বাঁধা দেয়নি বা বলেনি।

এদিকে চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, সরকারের উন্নয়ন কাজ করতে হবে, কিন্তু কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। বিষয়টি তিনিও খতিয়ে দেখবেন বলে জানান।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...