ছবিটি দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। ছোট বেলায় এ ফড়িং ধরার জন্য কত চেষ্টাইনা করেছি। রোদে বৃষ্টিতে ভিজে ফড়িংয়ের পেছনে ছুটেছি। অনেক সময় আস্তে আস্তে দুই পাখা ধরার চেষ্টা করেছি। সুন্দর ফড়িংটি বাঁশের কঞ্চির উপর বসে আছে। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার হাজ্বি বাজার এলাকা থেকে তোলা। বৃহস্পতিবার, ৩০ মে। ছবি : পিবিএ/ নাজমুল হাসান নাহিদ

আরও পড়ুন...