হালদা দূষণে এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলার নির্দেশ

 

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী দূষণের অভিযোগে নন্দীরহাট এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাউজান পৌরসভার সত্তারঘাট এলাকায় স্থানীয় পোনা সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,পানি সম্পদ মন্ত্রণালয় পাড়ের মানুষের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে । মতবিনিময় সভায় পোনা সংগ্রহকারীরা হালদা দূষণ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন এবং এশিয়ান পেপার মিলের বিষয়টিও এ সময় তুলে ধরা হয়। পেপার মিলের বর্জ্য বিভিন্ন ছড়া হয়ে হালদা নদীতে গিয়ে পড়ে।
ডিম সংগ্রহকারীদের অভিযোগ শুনে সচিব একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ্দৌলাহকে এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। তিনি বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও বলা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...