পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ঝাউ বাগান থেকে এক রোহিঙ্গার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । জানা যায়, বৃহস্পতিবার (৩০মে) সকাল ১০টায় খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সুজিত দে সর্ঙ্গীয় পুলিশ নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া মেরিন ড্রাইভের একটি ঝাউ গাছ হতে পুরাতন রোহিঙ্গা মৃত আব্দুল করিমের পুত্র লাল মিয়া (৩৫) এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর থানায় নিয়ে যায়।
এরপর মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে বলে থানা সুত্র জানায়। এদিকে স্থানীয় সুত্রের দাবী, গত ১৫/১৬ বছর পূর্বে মৃত লাল মিয়া রাজারছড়া এলাকায় আশ্রয় নেয়। এরপর স্থানীয় মুজিবুর রহমানের মেয়ে লায়লা বেগমকে বিয়ে করে।
তাদের সংসারে তাসলিমা (১১), আমিনা (৮), মরিয়ম (৫) এর আগমন ঘটে। ছোট মেয়ে মরিয়ম প্রতিবন্ধি হওয়ায় তাদের অভাবের সংসারে শুরু হয় টানা-পোড়েন। এক সময় বাড়ির কর্তা লাল মিয়ার একটি হাত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অবশ হয়ে যায়। বেকারত্ব আর অভাব যন্ত্রণায় পারিবারিক পরিবেশ ক্রমশ কলহপূর্ণ হয়ে উঠে। প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও গাল মন্দের ঘটনা ঘটে আসছে।
এতে লাল মিয়া অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্নহননের পথ বেচে নেয়।
পিবিএ/টিএ/আরআই