রংপুরে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৪

রংপুরে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার
র‌্যাব-১৩ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক

পিবিএ,রংপুর: রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী রাজিব হোসেন সুমন ওরুফে মেরিল সুমনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছে বিদেশী পিস্তল, গুলি, স্যুটার গান, রিভালবার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০মে) বিকেলে র‌্যাবের রংপুর বিভাগীয় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাতে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় ঈদকে সামনে রেখে মেরিল সুমনসহ তার সহযোগিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মেরিল সুমনসহ তার তিন ঘনিষ্ঠ সহযোগী আকিব হোসেন অনু, আখেরুজ্জামান আপেল ও রিফাত হোসেনকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে ১টি বিদেশী পিস্তল, বিদেশী রিভালবার, চাইনিজ কুড়াল, ২টি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজিব হোসেন সুমন ওরুফে মেরিল সুমন ও তার সহযোগী

র‌্যাব-১৩ অধিনায়ক বলেন, গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত রংপুর মহানগরসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপসরণ ও জমি দখলের মত অপরাধের সাথে সম্পৃক্ত। তারা ভূট্টা ও আলুর মৌসুমে ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ও অপহরণ করে চাঁদাবাজি করত। চারজনের মধ্যে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন অস্ত্র, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ ১৫টির অধিক মামলার আসামী।’

গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর আরেফিন, কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন, মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজাসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...