রাজবাড়ীতে ডিজিটাল ব্যাটারি রি-প্রসেসিং কারখানাকে জরিমানা

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারদর্পনারায়নপুর গ্রামে অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারি রি-প্রসেসিং করার দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার(৩০মে) বিকেলে ডিজিটাল ব্যাটারি রি-প্রসেসিং কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ীতে ডিজিটাল ব্যাটারি রি-প্রসেসিং কারখানাকে জরিমানা
রাজবাড়ীতে ডিজিটাল ব্যাটারি রি-প্রসেসিং কারখানাকে জরিমানা

অভিযানকালে ডিজিটাল ব্যাটারি রি-প্রসেসিং কারখানায় অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারি রি-প্রসেসিং করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং আনসার বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম পিবিএকে জানান,আজ সদর উপজেলার পারদর্পনারায়নপুর এলাকায় ডিজিটাল ব্যাটারি রি-প্রসেসিং কারখানায় অভিযান পরিচালনা হয়।অভিযানে অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারি রি-প্রসেসিং কারার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...