গোপালগঞ্জে সড়কের উপর প্রতিদিন গরু জবাই করা হয়

পিবিএ,গোপালগঞ্জ: টুঙ্গিপাড়া সড়কের ঘোনপাড়া মোড় গরুর মাংস বিক্রির জন্য বেশ পরিচিতি লাভ করেছে। মো: পান্নুসহ কয়েকজন ব্যবসায়ী প্রতিদিন ৪/৫ টি গরু জবাই করে মাংস বিক্রি করেন ঐ এলাকায়। গরুর মাংস ব্যবসায়ীরা গরু জবাই করার জন্য গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর খোলা জায়গাকে বেছে নিয়েছেন। ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের উপরেই গরু জবাই ও মাংস কাটা হয়।

গোপালগঞ্জে সড়কের উপর প্রতিদিন গরু জবাই করা হয়
শুক্রবার সকালে ঐ সড়কের উপর মাংস কাটায় ব্যস্ত কসাইদের খোলা জায়গায় এ ধরনের কাজ করার কারন জিজ্ঞাসা করা হলে তারা বলেন ,‘মালিক মো: পান্নুর নির্দেশে সড়কের উপর গরু জবাই ও মাংস কাটা চলছে প্রায় তিন বছর ধরে। কেউ কখনও বাধা দেয় নাই’।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর গরু জবাই করা হয় কেন সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন গরুর মাংসের ব্যবসা হয় তা জানা আছে। খোলা ও ব্যস্ত সড়কে যাতে আর গরু জবাই করা বা মাংস কাটা না হয় সে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য গরু জবাই করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সীল দেখা যায় নাই মাংসের উপর।

 

পিবিএ/এম কে/বি.এইচ

আরও পড়ুন...