পিবিএ,ঢাকা: নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩১মে) দুপুরে উপজেলার বিরিশিরি নয়াপাড়া গ্রামে এই র্দুঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন নয়াপাড়া গ্রামের মো. সদর আলীর স্ত্রী হুসনে আরা বেগম (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল। দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/আরআই