জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ বর্মনের পরলোক গমন

পিবিএ,জলঢাকা(নীলফামারী): নীলফামারীর জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ বর্মন পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পৌরসভা এলাকার মৃত জোনাকু বর্মনের ছেলে। দেবেন্দ্র নাথের ছেলে সাধন বর্মন জানান, ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পৌর শহরের মসলাপট্টি নিজ বাসায় বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ বর্মনের পরলোক গমন

শুক্রবার (৩১মে) সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে জলঢাকা কেন্দ্রীয় শ্বশানে দাহ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ জলঢাকা উপজেলা কমান্ডার হামিদুর রহমান জানান, দেবেন্দ্র নাথ ভারতীয় তালিকার মুক্তিযোদ্ধা। সে ছয় নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নিয়েছিল।

শ্রদ্ধাঞ্জলি অর্পন, রাস্ট্রিয় মর্যাদা ও শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন ও মুক্তিযোদ্ধাগণ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিস্তা খেলাঘর আসর,সামাজিক সংগঠন শিকড়,স্পন্দন শিল্পী গোষ্ঠি।

পিবিএ/এএস/আরআই

আরও পড়ুন...