তামিমের খেলা নিয়ে সর্বশেষ যা বার্তা দিলেন কোচ:কোর্টনি ওয়ালশ

পিবিএ ডেস্কঃ শুক্রবার (৩১) মে কেনিংটন ওভালে ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের বলের আঘাতে বাঁহাতের কব্জিতে চোট পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল।

তামিমের চোটের ব্যাপারে নিশ্চিত করে তেমন কিছু না বললেও সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং এ্যাটাকের গুরু ওয়ালশ বলেন, তামিমের ব্যাপারে এই মুহূর্তে কোনো আপডেট দেওয়া সম্ভব নয়। মাত্রই ড্রেসিংরুমে ফিরেছে সে। দেখার বিষয় এখন ব্যথা কেমন, হাত ফুলে যায় কিনা। এরপরই এমআরআই লাগবে কিনা, জানা যাবে।

এটা চিন্তার বিষয়। সে মাত্র নেটে গিয়েছিল। এখনই কিছু বলা কঠিন, যাই বলি সেটা অনুমান করে বলা হবে। দেখা যাক। ডাক্তার দেখবেন। তারপর আমরা বলতে পারব। আশা করি খুব গুরুতর নয়।

এ ছাড়া খালেদ মাসুদ সুজন বলেন, এমআরআই পরিক্ষায় তামিম ইকবালের চোঁট এতোটা গুরুতর নয় বলে জানিয়েছে।
প্রথম ম্যাচ খেলতে পারবেন বলে আশাবাদি।

পিবিএ/এমএস

 

আরও পড়ুন...