টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

পিবিএ.কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার কায়ুকখালী খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Gun Fight_PBA---1

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার রঙিখালী জাদিমুরা ব্রিটিশপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সোলতান আহমদের ছেলে আবদুল গফুর (৪০) ও টেকনাফ কেরুনতলী এলাকার মৃত শরিফের ছেলে মো. সাদেক (২৩)।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, রাতে বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় টেকনাফের কায়ুকখালী খাল দিয়ে রাতের অন্ধকারে নৌকার মাধ্যমে কিছু লোক মিয়ানমার থেকে বাংলাদেশের এপারে আসে।

এসময় বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবিকে লক্ষ্য করে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে আক্রমণ করে তারা। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি করলে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মৃতদেহ দুইটি টেকনাফ থানার পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/হক

আরও পড়ুন...