আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ ঘোষণা

পিবিএ,ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শনিবার (১জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রিস্টলেতে শুরু হবে ম্যাচটি। ম্যাচটিতে অ্যারণ ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ওয়ার্নারকে। ওয়ার্নার ইনজুরিতে ছিলেন। বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর আগেই অনুশীলনের সময় ব্যাথা পান সাবেক এই সহ-অধিনায়ক। যে কারণে আফগানিস্তানরে বিপক্ষে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল সংশয়।

কিন্তু শুক্রবার রাতেই অস্ট্রেলিয়ার পালে সুখের হাওয়া লাগে। জানা যায়, বড় ধরনের কোন ক্ষতি হয়নি অজি রান মেশিনের। সামান্য ব্যাথা পেয়েছেন এবং তা থেকে সেরে উঠেছেন। সে হিসাবে আফগানিস্তানের বিপক্ষে দেখা যাবে তাকে।

ক্যাপ্টেনের সঙ্গে বিশ্বকাপের আগের সিরিজগুলোয় উসমান খাজা বেশ ধারাবাহিক হলেও ওয়ার্নারের দিকেই মত কোচ ল্যাঙ্গারের। সে হিসাবে খাজাকে তিনে দেখা যাবে। এরপর পর্যায়ক্রমে স্মিথ-ম্যাক্সওয়েল-স্টোনিসরা নামবেন। এছাড়া বোলিং বিভাগ সামলানোর জন্য প্রস্তুত কামিন্স-কালটার-র্স্টাক ও জাম্পা।

চলুন দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে কেমন হতে পারে অস্ট্রেলিয়ার একাদশ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যারণ ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মাকুর্স স্টোনিস, এলেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান কালটার, মিচেল স্টার্ক ও এডাম জাম্পা।

পিবিএ/আরআই

আরও পড়ুন...