বিনা পারিশ্রমিকে যাত্রীদের সচেতন করছেন এক যুবক

পিবিএ,ঢাকা: ঢাকা বিমানবন্দর রেল ষ্টেশনে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখতে বিনা পারিশ্রমিকে সচেতন করে যাচ্ছেন কিশোরগঞ্জের মুখলিসুর রহমান সাগর।

ঢাকা বিমান বন্দর রেলওয়ে স্টেশনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাতে মাইক নিয়ে যাত্রীদের উদ্দেশ্যে বলে যাচ্ছেন ,সাবধান, সাবধান, আপনি সচেতন হোন অন্যকে সচেতন করুন। আপনার মোবাইল, মানিব্যাগ খেয়াল করে রাখুন। অপরিচিত কারও দেওয়া খাবার খাবেন না। আপনার ঈদের খুশি কেড়ে নিতে পারে ছিনতাইকারীরা। এরকম আরও সচেতনতামূলক বাক্য।

যাত্রীরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার এই কর্মকান্ডের ছবি ভিডিও করে অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছেন।

সিলেটগামী এক যাত্রি নুরুল ইসলাম, তার এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, কেউওই আজকাল সচেতন থাকতে পারে না। সবারই ঝামেলা থাকে। কিন্তু তিনি এরকম উদ্যোগ নেয়ায় আমাদের চোখ, কান খোলা সজাগ থাকার সুযোগ করে দিলেন।

মুখলেসুর রহমান সাগর বলেন ২০১৩ সাল থেকে তিনি এরকম কর্মকাণ্ড করে যাচ্ছেন। প্রায় শতাধিক ব্যতিক্রমী জনসচেতনামূলক কর্মকাণ্ড সেচ্ছায় নিজ উদ্যোগে করে যাচ্ছেন।
শুধু বিমানবন্দর স্টেশনে নয় ,কমলাপুরসহ আরও কয়েকটি রেলষ্টেশনে তিনি এরকম সচেতনতামূলক কাজ করে থাকেন।

পিবিএ/টিপি/হক

আরও পড়ুন...