বকেয়া পেনশন ও বোনাসের দাবীতে বিক্ষোভ মিছিল

পিবিএ,রাজবাড়ী: ঈদের আগে প্রায় তিন মাসের বকেয়া পেনশন,বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না দেওয়ার কারণে বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। শনিবার (১জুন) বিকেলে রাজবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী রাজবাড়ী শাখার উদ্যেগে অনুষ্ঠিত হয়।

বকেয়া পেনশন ও বোনাসের দাবীতে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল শেষে তারা স্টেশন মাস্টারের রুমের সামনে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী রাজবাড়ী শাখার সভাপতি মোঃ আবুল হোসেন,সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাছেম আলী,রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ,সদস্য নুরুল ইসলাম সহ প্রমুখ।

এসময় বক্তরা বলেন,সাড়ে ৪শ লোকের তিন মাস যাবত পেনশন ,বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না দেওয়ার কারণে আমরা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি।তার কারণে আমরা (২৯মে)মধুমতি আন্তঃনগর ট্রেন আটকিয়ে আন্দোলন করতে বাধ্য হই।

তার পড়েও আমরা আমাদের বেতন পাচ্ছি না।ঈদ চলে আসছে প্রায় আমরা যদি আমাদের পেনশন,বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা যদি এখানে বকেয়া পেনশন ও বোনাস না পাই তাহলে ছেলে মেয়ে নিয়ে ঈদ করতে পারবো না।ফলে আমাদের ট্রেনের নিচে আত্নাহুতি দেওয়া ছাড়া কোন বিকল্প পথ থাকবে না বলে তারা জানান।

পড়ে রাজবাড়ীর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) শিমুল কুমার বিশ্বাসের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...