পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে রবিবার (২জুন) বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বিকেল সাড়ে ৩টায় ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। সম্প্রতি দারুণ ছন্দে আছে টিম বাংলাদেশ। তাই সমর্থকরা ইতিমধ্যে স্বপ্ন দেখছেন টাইগারদের সেমিফাইনাল খেলা নিয়ে। আর সেই মিশন টাইগাররা শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।
চলতি বিশ্বকাপে এরইমধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ইংলিশদের কাছে সেই ম্যাচে পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। কারণ, বাংলাদেশ শুরু করবে শুন্য থেকে। আর প্রোটিয়ারা আছে মাইনাসে।
তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাই। একুশবারের মুখোমুখি দেখায় বাংলাদেশ জয়ী হয়েছে ৩ বার, ১৭ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বিশ্বকাপে লড়াইয়েও অবশ্য এগিয়ে প্রোটিয়ারা। ৪ বারের দেখায় বাংলাদেশ জিতেছে একবার আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩ বার। শুধু ২০০৭ বিশ্বকাপে ৮৭ রানে জিতেছিল টাইগাররা।
পিবিএ/আরআই