ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে অতিথিদের হেনস্থা

পিবিএ,ঢাকা: ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে অতিথিদের হেনস্থা করেছে পাকিস্তানের পুলিশ। শনিবার ইসলামাবাদের সেরেনা হোটেলে ঘটেছে এ ঘটনা। এতে ইফতার না করে ফিরে যেতে বাধ্য হয়েছেন অনেকেই।

ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে অতিথিদের হেনস্থা

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন শনিবার ইফতার পার্টির আয়োজন করে। কিন্তু এদিন সন্ধ্যায় সেখানে ভারতীয় কূটনীতিক ও অন্যান্য অতিথিরা এলে নিরাপত্তার নাম করে তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়। এমনকি অধিকাংশকেই সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা ইফতারে আগত অতিথিদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ সময় তাদের গাড়ি সরিয়ে দেওয়া হয় এবং অনেককে ফিরে যেতে বাধ্য করা হয়।

সে সময়কার একটি ভিডিওতে ইফতারের সময় সেখানে গুটিকয়েক অতিথিকে দেখা যায়। এ নিয়ে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, আগত অতিথিদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। কারণ অতিথিদের নিরাপত্তার কারণ দেখিয়ে হেনস্থা করা হয়েছে। অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...