আখাউড়া স্থল বন্দর ৭ দিন বন্ধ

পিবিএ,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র লাইলাতুল কদর ,ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারনে দেশের দ্বিতীয়বৃহৎ রপ্তানিমুখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর টানা ৭ দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থল বন্দর ৭ দিন বন্ধ

রবিবার (২জুন) লাইলাতুল কদর উপলক্ষে ১দিন বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকলেও পরদিন সোমবার চালু থাকবে। এরপর ৪জুন মঙ্গলবার থেকে ৯জুন রবিবার পযর্ন্ত এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, রোববার লাইলাতুল কদর উপলক্ষে ১দিন বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকলেও পরদিন সোমবার বন্দর চালু থাকবে।

এরপর আগামী ৪জুন মঙ্গলবার থেকে ৯জুন রোববার পযর্ন্ত মোট ৭ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামী ১০ জুন থেকে এ বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যক্রম চালু হবে।

পিবিএ/কেএমআই/আরআই

আরও পড়ুন...