ক্রিকেট নিয়ে গানটি দুজনের সমন্বয়ে সৃষ্টি: মনির খান

পিবিএ,কুষ্টিয়া: ক্রিকেটের গান নিয়ে মনির খানের বাজিমাত! আই.সি.সি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর জন্য থিম সং তৈরি করে ভক্ত-শ্রোতা এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে বিস্ময়কর সাড়া ফেলেছেন মনির খান। শনিবার বিকাল ৫টায় মনির খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়।

ক্রিকেট নিয়ে গানটি দুজনের সমন্বয়ে সৃষ্টি: মনির খান

গানটি প্রকাশের পর এখন পর্যন্তÍ গানটির ইউটিউবে ভিউ হয়েছে ৭ লক্ষ এবং ফেসবুকে ভিউ হয়েছে ৭ লক্ষ এবং শেয়ার হয়েছে ২৭ হাজার বার। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ভক্ত শ্রোতাদের অনুরোধের ভিত্তিতে বাংলাদেশ ও ক্রিকেট দলের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ক্রিকেট নিয়ে এই গানটি গেয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী মনির খান।

মনির খান জানিয়েছেন, মূলত বাংলাদেশ ও ক্রিকেট দলের প্রতি সম্মান জানিয়ে, দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত অনুরাগী ও স্বদেশপ্রেমীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করতেই অনেক যত করে অনেক সময় নিয়ে গানটির কাজ সম্পন্ন করা হয়েছে। ক্রিকেট নিয়ে নতুন এই গানটির কথা লিখেছেন এবং সুরারুপ করেছেন কুষ্টিয়ার কৃতি সন্তান কিংবদন্তি সংগীত পরিচালক মিল্টন খন্দকার।

গান প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান পিবিএকে বলেন, ক্রিকেট নিয়ে আমাদের দেশের ষোলো কোটি মানুষের আলাদা আলাদা রকমের আবেগ ভালোবাসা ও অনুভুতি আছে, আমিও এর বাইরের নই। আমি গানের মানুষ সারা জীবন ফোক গান আধুনিক গান করেছি ৮০ ভাগ মানুষ এখনো গ্রামে থাকে তারা ক্রিকেট কে ভালোবাসে তাদের কথা মাথায় রেখেই আমি আমার ভালোবাসাকে গানে গানে প্রকাশ করার চেষ্টা করেছি।

তিনি আরো জানান আমার সংগীতের পিতা কিংবদন্তি সংগীত পরিচালক মিল্টন খন্দকার আমাকে গানটি গাওয়ার জন্য দিয়েছেন আমি আর আমার সংগীতের পিতা মিলে দুজনের সমন্বয়ে গানটি সৃষ্টি করেছি। বাংলার দামাল ছেলেরা বিজয় ছিনিয়ে আনবে এটা আমার বিশ্বাস। এসময় তিনি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া ও শুভকামনা জানান।

পিবিএ/কেএস/আরআই

আরও পড়ুন...