যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের শহরের কলেজ পাড়ার তালতলা এলাকায় যৌতুকের ১০ হাজার টাকা না পেয়ে আরিফা (১৯) নামের এক গৃহবধুকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শাশুরী ও দেবরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

শনিবার রাতে শহরের তালতলা এলাকায় আরিফার স্বামী আরিফ মিয়ার বাড়ীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে রবিবার (২জুন) বিকেলে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

নিহত আরিফা সদর উপজেলার ভরসার মোড় এলাকার আলম মিয়ার মেয়ে। দুই বছর আগে তালতলার রাজমিস্ত্রি আরিফ এর সাথে তার বিয়ে হয়। এ ঘটনায় আরিফার মা কোহিনুর বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পরিবারের দাবী মেয়ে জামাইয়ের দাবী করা ১০ হাজার টাকা দিতে না পারায় তাদের মেয়েকে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু আহমেদ পিবিএকে জানান, প্রাথমিক তদন্তে নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...