পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মাহফুজ আলম (৫০), উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফসি মিয়াজী বাড়ির মৃত আবুল কালামের পুত্র।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মুন্সি আব্দুল লতিফ সারেং বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকৃত মাহফুজের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। রবিবার (২জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/আরইউ/আরআই