সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের আর্থিক সহায়তা প্রদান

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান, এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশীদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য রবিবার (২জুন) সকালে সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ লেগুনা যাত্রী নিহত হয়েছে। এসময় বাস ও লেগুনা সড়কের দুপাশে ছিটকে পড়ে যায়। নিহতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আলী আকবরের ছেলে মো: রুমান মিয়া (ড্রাইভার) (২০), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মিলন মিয়া (১৮),

মোহাম্মদ আলীর ছেলে আফজল হোসেন (১৬), একই উপজেলার দূর্বাকান্দা গ্রামের ইস্তফা মিয়ার ছেলে সাগর মিয়া(১৬), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে ক্ষিতেশ চন্দ্র দাশ(২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটিপাড়া গ্রামের নারায়ন চন্দ্র সাহার ছেলে শিপন কুমার সাহা(৩৩), দিরাই উপজেলার সিচনী রফিকনগর গ্রামের মো. উুল মিয়ার ছেলে ফজল করিম(৩০)।

 

পিবিএ/জেএইচআর/আরআই

আরও পড়ুন...