ঈশ্বরদীতে জমে উঠেছে ঈদের বেচাকেনা

পিবিএ,পাবনা: ঈদের বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এর মধ্যে বাজারের সঙ্গে নামি দামি ব্র্যান্ডের দোকানগুলোতে উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে ঈদের কেনাকাটা কতটা জমজমাট। নানা ধরণের পুরস্কার কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই, নেই তেমন আলোকসজ্জা, তারপরও ক্রেতার অভাব নেই। কখনও বৃষ্টি, কখন বা প্রখর রোদে থেমে নেই বেচাকেনা।

ঈশ্বরদীতে জমে উঠেছে ঈদের বেচাকেনা

বিলাসবহুল এসব বিপণিবিতান ছাড়াও ফুটপাতের বাজারগুলোতে এখন চলছে জমজমাট ঈদেও বেচাকেনা। বাজারের ফুটপাতের ঈদ বাজার ঘুরে দেখা যায়, বড় বড় দোকানের চেয়েও ফুটপাতে ক্রেতাদের ভিড় একটু বেশি। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ঈদের ছুটি কয়েকদিন আগে শুরু হবে বলে আগে ভাগেই জমে উঠেছে ঈদের বাজার।

ঈদ যত ঘনিয়ে আসছে বেচাকেনাও তত বৃদ্ধি পাচ্ছে।মুনিম নামের এক ব্যবসায়ী বললেন, দু’দিন আগে ব্যবসা কিছুটা ভালো হইছে তবে গতবারের তুলনায় এইবার ব্যবসা তেমন ভালো যাচ্ছে না।

সরজমিনে দেখা যায়, সাধারণত আয়ের খেটে খাওয়া মানুষরাই ফুটপাতের বাজারের মূল ক্রেতা। ভালো ভালো ডিজাইনের সব পোশাক, জুতা, টুপি, আতর থেকে শুরু করে এমন কিছু নেই যার পসরা সাজিয়ে বসেনি দোকানিরা। বাদ পড়েনি ঘর সাজানোর পণ্য, বাচ্চাদের খেলনা, পারফিউম, রূপসজ্জার সামগ্রী।

পণ্য বিক্রিতে হকারদের হাঁকডাকে ক্রেতার ভিড় এখন চোখে পড়ার মতো। তবে মধ্যবিত্তরাও একটু কম দামে পছন্দের পণ্যটি কিনতে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। কেননা বড় বড় মার্কেটে পোশাকসহ অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যের দাম বেশি থাকায় অনেকেই তাদের ক্রয়ক্ষমতার মধ্যে ফুটপাত থেকে পছন্দের পোশাকটি বেছে নিচ্ছেন।

পিবিএ/টি/আরআই

আরও পড়ুন...